খাগড়াছড়িতে আদালতের কর্মচারীদের কর্মবিরতি
প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন | জেলার খবর

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ (খাগড়াছড়ি) : বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর পূর্ব নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জনাব এ.এইচ.এম ছেরাজুম মুনির এর নির্দেশনায় খাগড়াছড়ি জজশীপের নিম্নোক্ত কর্মচারীদের সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে।আজ সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন তারা।
কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন বাবলু বড়ুয়া প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেলা জজ আদালত, শেখর সেন নাজির জেলা জজ আদালত, জাহেদুল আলম প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অন্যরা।
বক্তারা বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণে আমরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। এরপরও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে। ’