কাশিয়ানীতে শতাধিক দরিদ্র পথচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ইউএনও
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন | জেলার খবর

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে শতাধিক দরিদ্র পথচারীদের মাঝে ঈদুল ফিতরের ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত। গতকাল
সন্ধ্যায় উপজেলা সদর কাশিয়ানী বাজারের বিভিন্ন সড়কে দরিদ্র ভ্যানচালক ও অসহায় পথচারীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, প্রকৌশলী সজল কুমার দত্ত, সমবায় কর্মকর্তা মো, মুরাদ আলি, এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার নিজামুল হক, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্নু শিকদার, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ আহমেদ পরশ প্রমুখ উপস্থিত ছিলেন।