৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট -২০২৫ সমাপ্ত
প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন | ভিন্ন খবর

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি গতকাল শনিবার (১৭-৫-২০২৫) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ‘৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট -২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই টুর্নামেন্টে ৮৫৮ জন গলফার অংশগ্রহণ করেন। উক্ত টুর্নামেন্টে মেজর মোঃ গিয়াস উদ্দিন আহমেদ (অবঃ) ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনারঃ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান মিয়া (অবঃ), সিনিয়র উইনারঃ লেফটেন্যান্ট কর্নেল মোঃ জসিম উদ্দিন সরকার (অবঃ), লেডি উইনার ঃ সালমা জেসমিন সিদ্দিকী এবং জুনিয়র উইনারঃ মাস্টার খান ফারহান আহমেদ পুরষ্কার প্রাপ্ত হন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (এলপিআর), প্রেসিডেন্ট আর্মি গল্ফ ক্লাব, জনাব বশির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি (অবঃ), প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, এসইউপি (বার), এনডিসি, পিএসসি, জি+, এমফিল, চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, আর্মি গল্ফ ক্লাব, কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি, গল্ফ ক্যাপ্টেন, আর্মি গল্ফ ক্লাব, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, জি, সদস্য সচিব, লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম মনজুর সিদ্দিকী (অবঃ), পরিচালক (অপারেশনস্ এন্ড স্পোর্টস্), আর্মি গল্ফ ক্লাব, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, উক্ত চারদিনব্যাপী ‘৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট -২০২৫’ গত বুধবার (১৪-৫-২০২৫) শুরু হয়।