লালমাইয়ে ইউএনও এহসান মুরাদকে বিদায়ী সংবর্ধনা
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন | জেলার খবর

ইউনিভার্সেল কামাল (লালমাই প্রতিনিধি):
কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এহসান মুরাদের পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে লালমাই অফিসার্স ক্লাবের উদ্যােগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
লালমাই উপজেলায় তিনি প্রায় ৬ মাস নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ব্রাক্ষণবাড়িয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়েছেন।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিদায়ী ইউএনও এহসান মুরাদ। লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজাহান আক্তার, উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাফর আল সাদেক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল,কলেজ, মাদ্রাসার প্রধানগণ, শিক্ষকবৃন্দ, বিএনপি, জামায়েত ইসলামি, শিক্ষার্থীবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে বিদায়ী ইউএনও কে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানায় লালমাই অফিসার্স ক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা বাস্তবায়ন পরিষদ।