শেখ হাসিনার বিচারের দাবীতে লালমাইয়ে বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন   |   জেলার খবর

শেখ হাসিনার বিচারের দাবীতে  লালমাইয়ে বিক্ষোভ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ গণহত্যায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবীতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)  বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বাগমারা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গ্রোথ সেন্টার মার্কেটে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগকে নিষিদ্ধসহ শেখ হাসিনা ও সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বিচারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল নোমান, কবির হোসেন, ফয়সাল আহমেদ, জাহিদুল ইসলাম ও আবদুল্লাহ আল ইমন প্রমুখ। চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হুশিয়ারি করে ছাত্রনেতা কবির আহমেদ বলেন, আমরা দেখতে পাচ্ছি আওয়ামীলীগের পাশাপাশি এখন আরেকটি দল এসেছে যারা লুটপাট, চাঁদাবাজি ও মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করেছে। আমরা চাই না বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডে আর চাঁদাবাজি হউক। আমরা চাই জনগণ, কর্মচারী, কৃষক, পরিবহন চালক শান্তিতে এদেশে থাকবে। তারা কাউকে চাঁদা দিতে হবে না। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ইনকিলাব জিন্দাবাদ।

জেলার খবর এর আরও খবর: