পায়রা সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন   |   জেলার খবর

পায়রা সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেট নগরীর দরগা মহল্লাস্থ পায়রা সমাজকল্যাণ সংঘের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ০১ ফেব্রুয়ারি শনিবার রাতে মুহিবুর রহমান একাডেমীর মাঠে অনুষ্ঠিত হয়।

পায়রা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু। বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা ইয়াহিয়া মেহেদী ও মোশাহিদ মিয়া, সহ সভাপতি মুফতি আব্দুল খাবির, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, সাংগঠনিক সম্পাদক এ এস বাবলা জায়গীদার, আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক শাহেদুর রহমান শাবলু, সদস্য শাকিল আহমদ, শাহিন আহমদ, সাহাব আহমদ, সাহান আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন ও এলাকার উন্নয়নে পায়রা সমাজকল্যাণ সংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। মহামারী করোনা, ভয়াবহ বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহায়তা নিয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় এই সংঘ। বক্তারা বলেন, এই সামাজিক সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলো মানব সেবায় এগিয়ে আসলে সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হবেন। বক্তারা বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ হয়। তাই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান। 

জেলার খবর এর আরও খবর: