ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন   |   জেলার খবর

ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ: নিহত  ৪

শিব্বির আহমদ (সিলেট) : সিলেটের ওসমানীনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহতসহ ৩জন আহত হয়েছেন। নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের ডুবাই প্রবাসী সুহেল ভূইয়া (৪০), ঢাকা ডেমরার শরিফ মল্লম এর স্ত্রী শামীমা (৩৭), ও সায়মা আক্তার ইতি (২৭) ও ছেলে আয়ান (৭)। আহতরা হলেন, স্কুল শিক্ষক জাহিদ হাসান (২৯), নিহত সুহেল ভূইয়ার স্ত্রী সাবিনা (৩৭), মেয়ে সুনায়রা (৭)। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ওসমানীনগর উপজেলার ঊনিশ মাইল নিরাইয়া পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রোববার ভোরে ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে একটি ট্রাক (ঝিনাইদহ ট ১১-০৮৫৭) একটি প্রাইভেট কারকে চাপা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেওয়ার পর আরো দু’জন মারা যান। নিহত এবং আহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। এসময় আশ পাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন। শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি আবু তাহের দেওয়ান সত্যতা নিশ্চিত করেছেন।

জেলার খবর এর আরও খবর: