বগুড়ায় বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য

আজ শনিবার বগুড়া জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বীমা দাবির চেক গ্রাহকদের মধ্যে হস্তান্তর করা হয় এবং কোম্পানির ব্যবসা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পপুলার লাইফ ইনস্যুরেন্সের সাফল্য এবং ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। তিনি গ্রাহকসেবার মান উন্নত করতে কর্মীদের আরও নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বীমা শিল্পের গুরুত্ব এবং অর্থনীতিতে এর অবদান উল্লেখ করেন। তিনি কোম্পানির কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিকতার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে একটি উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি হয়।