জনতার ভালোবাসা নিয়ে ফের স্বদেশত্যাগ ব্যারিস্টার মাহবুবুর রহমানের

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন   |   ভিন্ন খবর

জনতার ভালোবাসা নিয়ে ফের স্বদেশত্যাগ ব্যারিস্টার মাহবুবুর রহমানের

১৪ দিনের সংক্ষিপ্ত সফর শেষে বাংলাদেশ ত্যাগ করলেন বরগুনার কৃতি সন্তান সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। বিমানে ওঠার পূর্বে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রিয় জন্মভূমির সকল শেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

তিনি বলেন, গত ১৪ দিনের সফরে সরকারের বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বশীল কর্তা ব্যক্তি, উপদেষ্টা এবং রাজনৈতিক নেতাদের সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণের  বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়াও দেশের আইনজীবী, সাংবাদিকসহ আরও অনেকের সাথে আলোচনায় ফ্যাসিবাদ মোকাবেলার নানাবিধ খোঁজ-খবর ও পদক্ষেপ নিয়ে পর্যালোচনা হয়েছে। কয়েকটি টিভি টকশোতে বসে দেশ ও দেশের মানুষের জন্য কিছু কথা বলার সুযোগ হয়েছে।

ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, হাসিনা সরকারের নির্যাতনে ২০১৪ সালে আমাকে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল। বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হওয়ায়, নতুন বাংলাদেশে ফেরার সুযোগ হয়েছে। নতুন বাংলাদেশে এসে অনেকের সাথে দেখা হয়েছে। আবার অনেকের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি। তবে খুব শিঘ্রই আবার বাংলাদেশে ফিরবো এবং দেশ গঠনে ভূমিকা রাখবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আমি আশা করছি নতুন বাংলাদেশ বিনির্মাণে এদেশের শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসবে। এবং তারাই আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফ্যাসিজম মোকাবেলায় জুলাই আন্দোলনের সকল স্টেকহোল্ডারদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখা জরুরি। ফ্যাসিজম এর সকল দোষরদের কালো টাকা এবং অস্ত্রমুক্ত করতে গুরুতর পদক্ষেপ নেয়ার জন্য অর্ন্তবর্তী সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

ভিন্ন খবর এর আরও খবর: