করোনাকালে ৫৩০ কোটি টাকার রাজস্ব আদায় নিবন্ধন অধিদপ্তরের

 প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০২:৫৪ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

করোনাকালে ৫৩০ কোটি টাকার রাজস্ব আদায় নিবন্ধন অধিদপ্তরের

এক মাসে ৫২৯ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৩৯ টাকার রাজস্ব আদায় করেছে নিবন্ধন অধিদপ্তর। এ সময়ে সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিস সমূহে দুই লাখ ৪৭ হাজার ৭৮০টি দলিল রেজিস্ট্রি হয়েছে।


বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে পাঠানো অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুকের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই হিসাব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘দেশের করোনাকালীন সময়ে ২২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৩ জন সুস্থ্য হয়ে উঠেছেন। আর একজন কর্মচারী মৃত্যুবরণ করেছেন।’

এখনও বিভিন্ন অফিস থেকে করোনা আক্রান্তের খবর আসছে। এতে কর্মকর্তা কর্মচারীগণের মধ্যে করোনা ভীতি বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণ নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড সচলে ভূমিকা রাখছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: