ফিরোজা আমু’র মৃত্যুবার্ষিকী : কুরআনের শিশু শিক্ষার্থীদের কুরআন শরীফউপহার দিলেন শ্রমিক নেতা ছবির হোসেন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন | শোক ও মৃত্যুবার্ষিকী

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের সাংসদ, সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ১৪দলের মুখপাত্র ও সমন্বয় আমির হোসেন আমু’র সহধর্মীনীর মৃত্যু বার্ষিকীতে কুরআনের শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার আছর নামাজ শেষে শহরের ফকিরবাড়ি রোডস্থ এছহাকিয়া কমপ্লেক্স হাফিজী মাদ্রাসায় কুরআনের শিশু শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেন জেলা শ্রমিকলীগের আহŸায়ক ছবির হোসেন। কুরআনের শিশু শিক্ষার্থীদের নিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আল্লাহ’র বিশেষ সাহায্য প্রার্থনা করা হয়। এসময় মাদ্রাসা পরিচালক হাফেজ মো. আলমগীর হোসেনসহ বেশ কিছু গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন। ছবির হোসেন জানান, আমাদের রাজনৈতিক অভিভাবক ও দক্ষিণাঞ্চলের সিংহ পুরুষ আমির হোসেন আমু এমপি’র স্ত্রী বেগম ফিরোজা আমু’র মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কুরআনের শিশু শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়। বিশুদ্ধ হাফিজী কুরআন শরীফ দেবার কারণে শিশু শিক্ষার্থীরা সহীহভাবে কুরআন শিখতে পারবে। এই কুরআন শরীফ দিয়ে যারা হাফেজ হতে পারবে তাদের মাধ্যমে প্রবাহমান ছওয়াব আদায়ের একটি উপায় হয়ে থাকবে।