বশেফমুবিপ্রবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন   |   শিক্ষা

বশেফমুবিপ্রবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন


মোঃ সাদেকুল ইসলাম সাকিব  (বশেফমুবিপ্রবি):

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্যাপিত হয়েছে।


এ উপলক্ষ্যে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার ক্যাম্পাস প্রাঙ্গণে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে দেশবরেণ্য শিক্ষাবিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কল্যাণকর ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অসাধারণ বিচক্ষণতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশ ও জাতির সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছেন। তাই দেশ ও জাতির পরিমণ্ডল অতিক্রম করে তিনি আজ আন্তর্জাতিক অঙ্গনে কল্যাণকর ও অন্তর্ভুক্তিমূলক মানবিক উদ্যোগ গ্রহণের মডেল।


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন ও আয়োজক কমিটির আহ্বায়ক ইলিয়াস উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন।


আয়োজক কমিটির সদস্য সচিব মো. রাসেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম,  ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ প্রমুখ বক্তৃতা করেন।


এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এসএম ইউসুফ আলী, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার, সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আল্ মামুন সরকার, মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশ ও নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মৌসুমী আক্তার, গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক খান মো. অলিয়ার রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ  ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু  হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


এরপর ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভা শেষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু  ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  


উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে শিক্ষাবিদ অধ্যাপক ড. মীজানুর রহমানকে নিয়ে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

শিক্ষা এর আরও খবর: