মহেশখালীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন | সারাদেশ

নুরুল করিম (মহেশখালী ) :
নদী হারাচ্ছে তার বৈশিষ্ট্য, অন্যদিকে দূষণের। বর্তমানে অনেক নদ-নদী সংকটাপন্ন অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে পানিতে বর্জ্য মিশ্রণের ফলে ভয়াবহ রূপ নিচ্ছে ভাটির জনপদের নদীগুলো। নদীর প্রতি তাই দায়বদ্ধতা মনে করিয়ে দিতে আজ ১৪ মার্চ, পালিত হয়েছে ‘আন্তর্জাতিক নদীকৃত্য দিবস’।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) , ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির যৌথ উদ্যোগে
মহেশখালী লিডারশীপ ইউনিভার্সিটি সম্মেলন কক্ষে, মহেশখালীর নদ-নদী দখলমুক্ত ও দুষণ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
এতে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাপা মহেশখালী শাখার সম্মানীত সদস্য দীলিপ কুমার দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির আহবায়ক আবুল বশর পারভেজ, সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন.. বাপা মহেশখালী শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক ও উন্নয়ন সংগঠন সিসিডএফ এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত, মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাওলানা মোঃ ইউনুছ, সাবেক ইউপি সচিব প্রিয়তোষ দে, মহেশখালী পৌরসভার সাবেক কমিশনার প্রণব দে ঈদুল, এনজিও সংস্থা ইপসা মহেশখালী উপজেলা ম্যানেজার মোঃ আজগর হোসেন চৌধুরী, বাপা মহেশখালী শাখার যুগ্ন সম্পাদক এম আজিজ সিকদার, সেফ দ্যা ন্যাচারাল এর মহেশখালীর সভাপতি মিজানুর রহমান, বাপা মহেশখালীর সদস্য লিয়াকত আলী, সাংবাদিক আবু বকর সিদ্দিক, সাহাব উদ্দিন, শেখ আব্দুল্লাহ, এইচ এম করিম, শিল্পী সুমন খাঁন, মাহাবুব আলম হান্নান প্রমুখ।
উল্লেখ্য-১৯৯৭ সালে ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়। তীরবর্তী জনপদের জীবন-জীবিকা বদলে যাচ্ছে। বিলীন হচ্ছে জীববৈচিত্র্য। বিভিন্ন স্থানে গতিপথ পরিবর্তন, নাব্য হারিয়ে নদীভাঙন ব্যাপক হচ্ছে। এই নদীগুলো বাঁচানোর আকুতি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন পরিবেশবাদীরা।