জাবির লোকপ্রশাসন বিভাগে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১১:০৯ অপরাহ্ন   |   শিক্ষা

জাবির লোকপ্রশাসন বিভাগে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি):


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৯ ব্যাচের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থীদের নবীন বরণ ও ৪৪ ব্যাচের (২০১৪-১৫) শিক্ষার্থীদের প্রবীন বিদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।


এসময় লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন, ‘বিদায় বলতে কিছু হয় না। বিদায় মানে আবার ফিরে আসা। হয়তো বিভাগের শিক্ষক হয়ে নাহয় বিভাগের অ্যালামনাই হিসেবে। অবশ্যই বড় অবস্থানে যাবে এটা আমাদের আশা। আর বড় অবস্থানের যাওয়ার চেয়ে বড় কথা হলো ভালো মানুষ হওয়া। সমাজের সবথেকে সংকটের জায়গা হলো ভালো মানুষ খুঁজে পাওয়া। তোমাদের প্রতি আমার আশা যে তোমরা ভালো মানুষ হবে।’


বিভাগের সভাপতি অধ্যাপক মো. নুরুল আমিন বলেন, ‘লোকপ্রশাসন বিভাগের সাথে যে সমস্ত শিক্ষার্থীর একবার সম্পর্ক স্থাপন হয়েছে বিভাগের দরজা তাদের জন্য সবসময় উন্মুক্ত। তোমরা বিভিন্ন ভাবে এই বিভাগের সাথে সম্পৃক্ত থেকে বিভাগকে সমৃদ্ধ করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসাবে আমরা বিভিন্ন ভাবে সম্মানিত হই। এই সম্মান তখনি বাস্তবে রূপায়িত হবে যখন এই বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। মানুষকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে পারবে। জনগণের ট্যাক্সের টাকায় যে শিক্ষা আমরা গ্রহণ করেছি তার দায় পরিশোধ করার সময় এসেছে। এই দেশের সম্পদ ব্যাবহার করে আমরা শিক্ষা গ্রহণ করেছি, ঠিক একইভাবে এই দেশের সম্পদ ব্যাবহার করে শিক্ষাকে জনসেবায় রূপান্তরিত করে জনস্বার্থ সুরক্ষিত করতে হবে ।’


সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্ত্বরে নবীনদের স্বাগতম। তোমরা সময়ের স্রোতে গা ভাসিয়ে না দিয়ে ঠিকমতো পড়ালেখা করো। প্রবীনদের বলবো বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেয়া মানে বিদায় নয়। এর মাধ্যমে তোমরা আরও বৃহত্তর ক্ষেত্রে কাজের জন্য নিজেদের প্রস্তুত করেছো। আমি আশা করবো তোমরা ভালো অবস্থানে যাবে। জনগনের শাসক না হয়ে সেবক হয়ে সুন্দর বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে।’



শিক্ষা এর আরও খবর: