জাবির ভূগোল বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার আগামীকাল
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৯:৪৯ অপরাহ্ন | শিক্ষা
মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি):
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) Climate Change and Adaptation Strategies শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে আগামীকাল। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতির (বিএনজিএ) উদ্যোগে আগামীকাল(১৮ই অক্টোবর) সকাল ১০ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের জিআইএস ল্যাব কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হবে।
সেমিনারটিতে আগ্রহী অংশগ্রহণকারীরা হাইব্রীড পদ্ধতিতে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করতে পারবেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে থাকবেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. প্রেম সাগর চাপাগাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
এছাড়া সেমিনারে অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) ও বিএনজিএ এর সভাপতি অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আকবার হোসেন প্রমুখ। সেমিনারের সমন্বয়ক হিসেবে থাকবেন বিএনজিএ মহাসচিব অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. বিবি হাফছা ও সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব।
আগ্রহীরা নিচের জুম লিংকের মাধ্যমে অনলাইনে অংশগ্রহণ করতে পারবে।
Online Zoom Link: https://bdren.zoom.us/j/67427416522
Session ID: 67427416522

