পটুয়াখালীতে মিনা দিবস পালিত
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৫ অপরাহ্ন | সারাদেশ

সুনান বিন মাহাবুব (পটুযাখালী ) :
"নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা" প্রতিপাদ্যকে সামনে রেখে মীনা দিবস-২০২২ পালিত হয়েছে। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শনিবার (২৪ আগস্ট) সকাল এগারোটায় রেলি, গল্পবলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগ এর ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো-গল্প বলার আসর, বিশেষ ব্যক্তিত্বগণ শিশুদের উদ্দেশে প্রেরণামূলক বক্তব্য প্রদান, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো ও মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, লিঙ্গ বৈষম্য রোধ, শিক্ষা, স্বাস্থ্য সচতেনতা ও শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মিনা কার্টুনের গল্পগুলো তৈরি করা হয়।