সালথায় মীনা দিবস পালিত
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৬ অপরাহ্ন | সারাদেশ

জাকির হোসেন (সালথা, ফরিদপুর) :
"নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় মীনা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সালথা সদরসহ প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাসলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী, সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগমসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।