প্রাথমিকে শিক্ষার মান তলানিতে, অভিভাবকেরা ঝুঁকছেন অন্যত্র

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন   |   সারাদেশ

প্রাথমিকে শিক্ষার মান তলানিতে, অভিভাবকেরা ঝুঁকছেন অন্যত্র

সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান দিন দিন কমে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। ফলে অনেকেই এখন বেসরকারি স্কুল ও মাদ্রাসামুখী হচ্ছেন। শিক্ষক সংকট, অনিয়মিত ক্লাস ও দুর্বল তদারকির কারণে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের।

সোনাতলা গ্রামের অভিভাবক মানিক হাওলাদার বলেন, “আগের রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ে ভালো শিক্ষকের অভাব, মেধার ঘাটতি এবং নিয়মিত ক্লাস না হওয়ায় আমি আমার ছেলেকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাই।"

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা যথাসময়ে ক্লাস নিচ্ছেন। অনেক অভিভাবক নিজস্ব সিদ্ধান্তে তাদের সন্তানদের অন্যত্র ভর্তি করাতে চাইছেন।"

স্থানীয়দরে মতে, প্রাথমিক স্তরে এমন দুর্বলতা থাকলে ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে।

সারাদেশ এর আরও খবর: