বিএমইউ এর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠান

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন   |   ভিন্ন খবর

বিএমইউ এর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠান
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠান পালিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর ভিডিও বার্তা প্রচার করা হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মোঃ সারোয়ার বারী, বিএমইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ কালাম আজাদ, প্রা-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, নিউরোসার্জন সহযোগী অধ্যাপক ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ।

ভিন্ন খবর এর আরও খবর: