সেচ দিতে গিয়ে নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন   |   জেলার খবর

সেচ দিতে গিয়ে নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার


বাগেরহাটের শরণখোলায় সেচ দিতে গিয়ে নিখোঁজের একদিন পর সাব্বির হাওলাদার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামের নিজ জমিতে পাম্প মেশিন দিয়ে পানি সেচ দিতে যান সাব্বির। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে সাব্বিরের জুতা পড়ে থাকতে দেখে পরিবার পুকুরে তল্লাশি চালায়। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।


পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। সাব্বির কৃষক ইউনুস হাওলাদারের ছেলে। পরিবার দাবি করেছে, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলার খবর এর আরও খবর: