সীতাকুণ্ডে ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘন্টা পর যাত্রা শুরু

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০ অপরাহ্ন   |   সারাদেশ

সীতাকুণ্ডে ট্রেনের  বগি লাইনচ্যুত,  ৩ ঘন্টা পর যাত্রা শুরু

জাহেদ কায়সার (চট্টগ্রাম) :

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ৩ ঘন্টা  বন্ধ থাকার পর দুপুর ১২ টায় পুনরায় চালু  হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সীতাকুণ্ড  ভাটিয়ারী স্টেশনের কাছে  ঢাকা থেকে  ছেড়ে আসা  চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে  যায়।


স্থানীয়রা জানান,  সকাল ১০টার দিকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা অতিক্রম করার সময় একটি বগি লাইনচ্যুত হয় । এতে ট্রেনটি আটকে গেলেও বগি উল্টে পড়েনি। ফলে বড় ধরনের হতাহতের কবল থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ  বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


প্রায় তিন ঘণ্টা আটকে থাকার পর দুপুর  ১২ টা নাগাদ ট্রেন   চলাচল পুনরায় শুরু করেছে বলে জানা যায়।  তবে হঠাৎ ট্রেন বগি লাইনচ্যুত হয়ে  ট্রেনটির 'খ' ও 'গ' বগি দুটি ড্যামেজ  হওয়ার করণে  ওই দুটি বগির যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নেওয়া হয় এবং   এসি কোচ দুটির  যাত্রা বাতিল ঘোষণা করা হয়।   এবং চট্টগ্রাম ও ফৌজদারহাট  রেলস্টেশনের পরবর্তী স্টেশনগুলোতে ওই বগি দু'টির যাত্রীদের টিকিট ফেরতের নির্দেশনা দেওয়া  হয়েছে।




সারাদেশ এর আরও খবর: