সাগরে নামতে প্রস্তুত শরণখোলার জেলেরা – দস্যু আতঙ্কে শঙ্কিত উপকূল
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন | ভিন্ন খবর
সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):
২২ দিনের মা-ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শনিবার মধ্যরাতে। নিষেধাজ্ঞা উঠতেই সাগর ও নদ-নদীতে জাল ফেলতে প্রস্তুত বাগেরহাটের শরণখোলাসহ উপকূলের হাজারো জেলে। ইতোমধ্যে ফিশিং ট্রলার, জাল ও জ্বালানি প্রস্তুত করে অপেক্ষায় তারা। তবে এবার জেলেদের মনে নতুন করে ভর করেছে বন ও জলদস্যুর আতঙ্ক। জানা গেছে, সুন্দরবন ও বঙ্গোপসাগর এলাকায় অন্তত ২০টি দস্যুবাহিনী এখনো সক্রিয়। সাগরে নামলেই এসব দস্যুদের হামলার আশঙ্কা করছেন জেলেরা।
এদিকে নিষেধাজ্ঞার সময় সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন অনেক জেলে। ২২ দিন মাছ না ধরতে পারায় সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা। অভিযোগ রয়েছে, প্রকৃত জেলেরা বাদ পড়ে স্থানীয় খাল-বিলে মাছ ধরা শৌখিন জেলেরা সরকারি সহায়তা পাচ্ছেন। শুক্রবার দুপুরে শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক ট্রলার মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জীবিকার সন্ধানে গভীর সাগরে নামার অপেক্ষায়।
