নিরাপদ সড়কের দাবীতে লালমাইয়ে কুমিল্লা ফাউন্ডেশনের র্যালী
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন | জেলার খবর
নিরাপদ সড়কের দাবীতে ২৪ অক্টোবর শুক্রবার কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার হরিশ্চর অংশে কুমিল্লা ফাউন্ডেশনের উদ্যোগে র্যালী ও মানববন্ধন, লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে লালমাই উপজেলার চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, এডভোকেটসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালী শেষে মানববন্ধনে কুমিল্লা ফাউন্ডেশন এর কার্যক্রম নিয়ে আলোচনা করেন সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহম্মদ নজরুল ইসলাম। নিরাপদ সড়ক নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক ডা. মুহাম্মদ আশিকুর রহমান, সড়ক দুর্ঘটনায় ও ফুট ওভার ব্রীজের প্রয়োজনীয়তা নিয়ে আলেচনা তিনি বিস্তারিত আলোচনা করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়সল বিন আব্দুল আজিজ, সড়ক দুর্ঘটনা ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম মোহাম্মদ সোলাইমান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরন আদায়ের উপায় বিষয়ে আলোচনা করেন কুমিল্লা ডায়াবেটিক হসপিটালের ডায়াবেটোলজিস্ট ডা. মুহাম্মাদ শামীম ইকবাল, সড়ক দুর্ঘটনা ও শিক্ষায় প্রভাব নিয়ে আলোচনা করেন লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম, দুর্ঘটনা পরবর্তী চিকিৎসা বিষয়ে আলোচনা করেন মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ও হরিশ্চরস্থ ডক্টসর ল্যাব এন্ড ডায়াগণস্টিক সেন্টারের কনসালটেন্ট ডা. নুর মোহাম্মদ শাহীন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সেইভ লালমাই এর পরিচালক মাওলানা ইমাম হোসাইন, লালমাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, জাতীয় যুবশক্তির লালমাই উপজেলা শাখার সংগঠক কবির বিন রফিক, ইসলামি ব্যাংক নাথেরপটুয়া শাখার ম্যানেজার আবদুল বাতেন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ শাহজালাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: নাজমুল হাসান ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: মেহেদী হাসান অভি প্রমুখ।
র্যালীতে অংশগ্রহণ করেন মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মো. আহসান উল্ল্যাহ, গাইনী বিশেষজ্ঞ ডা. মারজান সুলতানা নিঝুম, গাইনি চিকিৎসক ডা. আলেয়া বেগম, শিশু কনসালটেন্ট ডা. পলাশ দাশ, মেডিসিন কনসালটেন্ট ডা. তানভীর আহমেদ। লিফলেট বিতরণে অংশগ্রহণ অনটেক বিপিও লি: এর ব্যবস্হাপনা পরিচালক মো. ইমন হাসান, কাতারের ব্যবসায়ী মোহাম্মদ মহিন উদ্দিন, এডভোকেট কামরুল হাসান সুমন, ভেটেনারী ডা. সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট ডা:জয়নাল আবেদিন।
