শুরু হলো শিবচর থিয়েটারের ৭ দিন ব্যাপী অভিনয় কর্মশালা

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৮ অপরাহ্ন   |   সাহিত্য

শুরু হলো শিবচর থিয়েটারের ৭ দিন ব্যাপী অভিনয় কর্মশালা

শিবচর থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে শিবচর থিয়েটার এই উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা জানিয়েছেন শিবচরের অভিনয় আগ্রহী ছেলে মেয়েদের নিয়ে তাদের ভবিষ্যতে বৃহৎ পরিকল্পনা আছে। এই কর্মশালায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ব্যাপক এবং মোট ৩৫ জন ছেলে মেয়ে এই কর্মশালায় অংশগ্রহন করেছেন।

কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও নির্দেশক সম্বিত সাহা ও  শাহীন রহমান। কর্মশালা উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরাজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থিয়েটার এর প্রতিষ্ঠাতা তুহিন রেজা, মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার হাসান খান রানা এবং শিবচর থিয়েটারের সাথে সম্পৃক্ত ব্যাক্তিবর্গ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন  ইমাম হোসেন লিটু হাওলাদার, আহসান হাবিব সোহেল,মেহেবুবা রহমান তিশা, তৌহিদুল ইসলাম খান,  সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্র-ছাত্রী সংসদ (বাকসু) এর ভিপি মোঃনাহিদ হাসান , শিবচর থিয়েটার এর দপ্তর সম্পাদক উজ্জল মালো  এবং আরো অনেকে।

সাহিত্য এর আরও খবর: