মোঃ আতাহার হোসেন এর কবিতা "ধোঁকা রাজ্য"
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন | সাহিত্য

ধোঁকা রাজ্য
মোঃ আতাহার হোসেন
ধোঁকায় পরে জীবন গড়ে, হইলো বড় সর্বনাশ,
সকল কর্ম ব্যর্থ করে, বানাইলো জীবন্ত লাশ।
জীবন্ত লাশের পরন্ত রেলগাড়ী লাইনচ্যুৎ হয়,
ধোঁকায় পড়ে জীবন যুদ্ধে হলাম পরাজয়।
ধোঁকার রাজ্যে বোকা হয়ে ঘুরছি বারো মাস,
অশ্রু জলে হৃদয় জমিনে দুঃখ করে চাষ।
আপন সেজে সুযোগ বুঝে করলো আঘাত যারা,
তাদের আমি ভেবে দামি- হয়নি কিছুই করা।
সহজ সরল জীবন নিয়ে করছে নানান খেলা,
সুযোগ পেলে ফন্দি এটে বাধায় বেশ ঝামেলা।
মানুষ নামের অ-মানুষগুলো করে নানান ফন্দি,
ধোঁকার জালে বিপদে ফেলে করছে রাজবন্দী।
মুখে মধু ছিলো জাদু মায়া দিয়ে ঘেরা,
বুঝতে পারি এখন আড়ি অমানুষের সেরা।
উপর ভালো ভেতর কালো এই মানুষের রূপ,
জানার শেষে নয়ন জলে ভেসে হলাম আমি চুপ।
ধোঁকার দেশে, ধোঁকার শহরে চলছে চাঁদাবাজি,
নীরব হয়ে দেখছে সবাই বলছে কারসাজি।
চুপচাপ সবাই চলছে বলে জানেনা তো কেউ,
দিনের শেষে রাতে এসে রইবে না তো কেউ।।৷
তারিখ : ০৮-০৭-২০২৫ ইং , ঢাকা।