লালমাইয়ের আলীশ্বরে অবৈধ ইটভাটায় জরিমানা!
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন | সারাদেশ
লালমাই প্রতিনিধি:
ছাড়পত্র ছাড়াই নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা এবং ফসলি জমির মাটি ব্যবহার করার অপরাধে কুমিল্লার লালমাইয়ে মেসার্স এমরান ব্রিকসকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ বলেন, মহাসড়কের পাশে কৃষি জমিতে ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনাসহ বিভিন্ন অপরাধে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এমরান ব্রিকসকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। কৃষি জমির টপসয়েল যারাই নষ্ট করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
মেসার্স এমরান ব্রিকসটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে ও আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ ফুট দক্ষিণে অবস্থিত। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি লালমাই উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ একই অপরাধে উল্লিখিত ইটভাটাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা-প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে এক কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন ও পরিচালনা করা নিষিদ্ধ।
আলীশ্বর গ্রামের কৃষক আবুল কালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ইটভাটাটির কারণে আমাদের আলুর ফসলের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। বারবার জরিমানা নয়, ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হোক। আমরা শুনেছি পাশেই আরেকটি ইটভাটা করার পরিকল্পনা নেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ বলেন, আঞ্চলিক মহাসড়কের পাশে ফসলি জমি নষ্ট করে ইটভাটা করা, কোন কাগজপত্র না থাকায় এমরান ব্রিকসের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ফসলি জমির মাটির টপসয়েল যারাই নষ্ট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।