র‍্যাব পুলিশের নাম শুনলে আমরা ঘর ছাড়া হয়েছি : কেন্দ্রীয় যুবদলের সা.সম্পাদক

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন   |   সারাদেশ

র‍্যাব পুলিশের নাম শুনলে আমরা ঘর ছাড়া হয়েছি : কেন্দ্রীয় যুবদলের সা.সম্পাদক


মোঃ লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধিঃ

র‍্যাব পুলিশের নাম শুনলে আমরা ঘর ছাড়া হয়েছি- প্রধান বক্তার বক্তব্যে বৃহস্পতিবার (৩১ অক্টোবর)সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুৃষ্ঠিত যৌথ কর্মী সভায় এ কথা বলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

তিনি বলেন-গত ষোল বছরে বাংলাদেশ স্বাধীন দেশের নাম ছিল কিন্তু কোন স্বাধীনতা ছিলনা।

নির্বাচন কমিশন ছিল কিন্তু কোন ভোটাধিকার ছিলনা।আদালত ছিল, আদালতে কোন বিচার ছিলনা।প্রশাসন ছিল প্রশাসনের নিরপেক্ষতা ছিল না।

যুবদল,সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিক নির্দেশনা মূলক যৌথ কর্মীসভায়-কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে,এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী।


কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু,জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মাহামুদার রহমান মাহাবুব,সদস্য সচিব আনোয়ার হোসেন তাপস,জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক,সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমূখ।


বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক-জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এর সহযোগিতায় যৌথ কর্মী সভায় যুবদল,সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেয়।

সারাদেশ এর আরও খবর: