রূপসায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন | সারাদেশ

মোঃ মোশারেফ হোসেন (রূপসা) : রূপসায় পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলায় নৈহাটি ইউনিয়নের ইলাইপুর এলাকার মবিনবাগ নামক স্থানে দুইটি স্থানে ৩ টি ও ২ টি মোট পাঁচটি (৫) এবং নিকলাপুর এলাকার ২৫(পঁচিশ)টি সর্বমোট ৩০(ত্রিশ) টি কাঠ পুড়িয়ে কয়লা তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগীতায় চুলের ভেতরের আগুন নিভিয়ে দেয়া হয়। এবং জব্দকৃত কাঠ ৮,০০০/- ( আট হাজার) টাকায় নিলামে বিক্রি করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং সহকারি কমিশনার (ভুমি) অপ্রতিম কুমার চক্রবর্তী ও পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক পারভেজ আহম্মেদ এবং পরিদর্শক মো: মারূফ বিল্লাহ। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।