মুন্সীগঞ্জে তিন ডাকাতির মামলার ১১ আসামি গ্রেফতার

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৪ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

মুন্সীগঞ্জে তিন ডাকাতির মামলার ১১ আসামি গ্রেফতার


মো. কায়সার হামিদ (মুন্সীগঞ্জ) :  


মুন্সীগঞ্জ সদর উপজেলার পুলিশ পরিচয়ে ও শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে ডাকাতি ঘটনায় ১১ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।


পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। জেলার তিনটি পৃথক স্থানে ডাকাতির ঘটনায় মামলা হলে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুজনের বাড়ি মুন্সীগঞ্জে, তিনজনের বাড়ি ফরিদপুরে, বরিশালের দুইজন, মানিকগঞ্জোর একজন, চাঁদপুরের একজন, পিরোজপুরের একজন ও কিশোরগঞ্জের একজন। এ সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল, পাঁচ ভরিস্বর্ণ উদ্ধার করা হয়।


উল্লেখ্য যে চলতি মাসের ৮_৯ ও ১২ তারিখে তিনটি ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে সদর উপজেলার রামপাল ও চর কেওয়ারে পুলিশের পোষাক পড়ে ডাকাতি করে। আর অন্যটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ডাকাতির ঘটনা ঘটে।



আইন-আদালত-অপরাধ এর আরও খবর: