মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১২:২১ পূর্বাহ্ন   |   কৃষি ও প্রকৃতি

মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মেহের মামুন ( মুকসুদপুর, গোপালগঞ্জ) :

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ রবি মৌসুমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ২৪৬০ জন কৃষকদের মাঝে এই বিতরণ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রতিজন কৃষকের মাঝে গম ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি, ভুট্রা বীজ ২ কেজি, সরিষা বীঝ ১ কেজি, সূর্জমুখী ১ কেজি, পেয়াজ বীজ ১ কেজি, মুগ বীজ ৫ কেজি, মশুর বীজ ৫ কেজি, খেসারী বীজ ৮ কেজি, চীনা বাদাম বীজ ৮ কেজি হারে বিতরণ করা হয়।


বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিটুল রায়, সাংবাদিক সরদার মজিবুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ প্রমুখ।  ###


কৃষি ও প্রকৃতি এর আরও খবর: