মুকসুদপুরে ৫০% ভর্তুকীতে সিডার মেশিন,পাওয়ার থ্রেসার বিতরণ

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১০:২৬ অপরাহ্ন   |   কৃষি ও প্রকৃতি

মুকসুদপুরে ৫০% ভর্তুকীতে সিডার মেশিন,পাওয়ার থ্রেসার বিতরণ

মেহের মামুন (মুকসুদপুর,গোপালগঞ্জ) :


গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকদের মাঝে ৫০% ভূর্তুকীতে সিডার মেশিন,পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর ) বিকালে মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তার আয়োজনে সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রক্লপর অর্থায়নে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসময় ৫০% ভূর্তুকীতে সিডার মেশিন নিয়েছে ২০ জন কৃষক এবং পাওয়ার থ্রেসার নিয়েছে ১৮ জন কৃষক।

কৃষি উপকরণ বিতরণ করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহস্মেদসহ ইউনিয়ন উপসহ-কারী কৃষি অফিসার বৃন্দ। ##

কৃষি ও প্রকৃতি এর আরও খবর: