মুকসুদপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন কর্মসূচি পালন
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন | সারাদেশ
মেহের মামুন (মুকসুদপুর, গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন কর্মসূচিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাকে উপজেলা পরিষদ এলাকায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, মুকসুদপুর শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়৷ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. কবির আহমেদ, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা হেদায়েত মুন্সী, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান, ডাঃ দীপ সাহা, ডাঃ কেয়াবালা সহ আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সদস্যবৃন্দ। জানা যায়, আজকের এ মানববন্ধন কর্মসূচিতে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, উপসচিব পদে সকল কোটা অবসান ও জনবান্ধব সিভিল সার্ভিসের গঠনের দাবি পূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। ###