মারমা নারীর পিএইচডি কোর্সে অংশগ্রহণ
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন | সারাদেশ
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের কৃতি সন্তান সানুচিং মারমা মালেশিয়ার পুত্রা (ইউপিএম) বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ের উপর পিএইচডি কোর্স সম্পন্ন করতে যাচ্ছেন। তাঁর এ কোর্সটি সেপ্টেম্বর, ২০২৪ হতে যাচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে এ প্রথম কোনো নারী হিসেবে পিএইচডি কোর্সে উচ্চ শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন; এর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের আথুই মারমা এক ব্যক্তি পিএইচডি কোর্স সম্পন্ন করেন।
জানা যায়, সানুচিং মারমা এর আবেদনের প্রেক্ষিতে পুত্রা বিশ্ববিদ্যালয়, মালেশিয়া তাঁকে পিএইচডি কোর্সে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। সানুচিং মারমা খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় প্রত্যন্ত অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন। তাঁর বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলা পানখাইয়া পাড়া এলাকায় অবস্থিত। তিন বোনের মধ্যে সবার ছোট তিনি। ছোটবেলা থেকে তিনি চঞ্চল প্রকৃতির ও মেধা সম্পন্ন ছিলেন। বড় হয়ে তিনি ব্রিটিশ কাউন্সিল’সহ বেশ কিছু এনজিওতে কাজ করেন। এত দূর্গম এলকায় থেকে কিভাবে পিএইচডি করার সুযোগ পেলেন-তিনি বলেন আমার ছোট বেলা থেকে ইচ্ছে ছিল উচ্চ শিক্ষা গ্রহণ করার; সৃষ্টিকর্তা মনে হয় আমার সুযোগ করে দিয়েছেন। সবাই আমার জন্য আর্শিবাদ করবেন যাতে করে আমি উচ্চ শিক্ষা ভালোভাবে সম্পন্ন করতে পারি এবং আমার এ উচ্চ শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির মঙ্গল বয়ে আনতে পারি।