মাদকাসক্ত একমাত্র ছেলেকে হত্যা করে বাবা-মায়ের থানায় আত্মসমর্পণ
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০২:০৮ অপরাহ্ন | ভিন্ন খবর

বরিশালের বাকেরগঞ্জে পিতার লোহার পাইপের আঘাতে নেশাগ্রস্থ পুত্র হাসান গাজী (১৮) নামের একজনকে হত্যা করে আত্মসমর্পণ করেছেন তার বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বাকেরগঞ্জ পৌর শহরের সাহেবগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাসান গাজী (২০) ভরপাশা এলাকার জাফর গাজী (৪৮) এবং নাজমা বেগমের (৪০) একমাত্র ছেলে।
বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, জাফর ও নাজমার দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেটি মাদকাসক্ত। নেশার টাকার জন্য বাবা-মাকে প্রায়ই মারধর করে।
দুপুরে পাঁচ হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করে বাবা জাফর গাজীকে মারধর শুরু করেন হাসান। তখন নাজমা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে বাবা-মা মিলে ছেলেকে একটি পাইপ দিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই ছেলে হাসান মারা যান। পরে স্বামী-স্ত্রী দুজন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছেলেকে হত্যা করে বাবা ও মা বাকেরগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করছে, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে বরিশাল শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।