ভালোবাসার বন্ধন গ্রুপের পক্ষ থেকে অসহায় ও পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ
প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন | সারাদেশ

মোঃ শামীম আহমেদ (আশুলিয়া, ঢাকা) :
যতদিন দেহে আছে প্রাণ, মানবতার জন্য লড়ে যান। এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে সাভারের, আশুলিয়া পল্লী বিদুৎ এলাকার আশেপাশে রাস্তায় ঘুরে ঘুরে হত দরিদ্র, অসহায়, পথ শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ভালোবাসার বন্ধন গ্রুপের এডমিন মোঃ আলাউদ্দিন হিমেল, সাংবাদিক মোঃ শামীম আহমেদ,আল আমিন দেওয়ান, কোহিনুর আক্তার, মোঃ আমানুল্লাহ, ওয়াসিম আকরাম সহ ভালোবাসার বন্ধন গ্রুপের আরো সদস্য বৃন্দ যারা ছিলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মনির, মনিকা হাসান,মেহেদী হাসান জিম,সোনিয়া আহমদ,আরাফ হোসেন,নাসির
কাজী,বিল্লাল,রিতা সাহা,সজীব,
কাইয়ুম,কাউসার সহ আরো অনেকেই। এসময় সবাই হাতে হাতে আসর নামাজের পরে ইফতারের আধা ঘণ্টা আগে কিছু মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অসহায়, হত দরিদ্র, পথ শিশুদের মাঝে।
এসময় এডমিন সাংবাদিক মোঃ শামীম আহমেদ বলেন আমরা সব সময় ভালো কাজের, সামাজিক কাজের, সেবা মূলক কাজের পক্ষে। আমাদের জন্য এই ভালোবাসার বন্ধন গ্রুপের জন্য সবাই দোয়া করিবেন। আমরা যেনো আগামী দিনে ও আরো ভালো কাজ, সামাজিক কাজ বেশি বেশি করতে পারি। সেই সাথে এডমিন প্যানেল সহ সকল মেম্বারদের প্রতি রইলো রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন, অবিরাম ভালবাসা।
এডমিন আলাউদ্দিন হিমেল বলেন
সম্মানিত সকল সদস্য বৃন্দ সবার প্রতি অবিরাম ভালোবাসা রইলো, মহান আল্লাহতালার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া জ্ঞাপন করছি আজকের কার্যক্রমটা এতটা প্রাণবন্ত হবে কখনো কল্পনা করতে পারিনি, এতটা চমৎকার ভাবে প্রোগ্রামটাকে আমরা উপস্থাপনা পরিচালনা করতে পারব সবার মন জয় করে নিতে পারব কখনোই ভাবিনি প্রত্যেকটা লোকের কাছে ভালো উল্লাস পেলাম এবং প্রত্যেকটা লোকের মুখে হাসি।যে প্রোগ্রামটা আমাদের সার্থক এবং সফল, সবার মুখে শুধুমাত্র আলহামদুলিল্লাহ চমৎকার প্রোগ্রাম আমরা উপহার পেয়েছি এবং চমৎকারভাবে আমরা কিছু পথ চারীদেরকে ইফতার ও বিতরণ করেছি, সুন্দর ভাবে এবং সফলভাবে সর্বোপরি সবকিছুর অবদান হচ্ছে মহান আল্লাহতালা আর আপনাদের মত ভালবাসার বন্ধুদের সাপোর্টে প্রোগ্রাম সফল হয়েছে ।সবাই দোয়া করেন এভাবেই যেনো কাঁধে কাঁধ রেখে মানবিক বিনোদন মূলক যেকোনো কার্যক্রম সফলভাবে সফল করে তুলতে পারি, যারা যারা আসতে পারে নাই খুব বড্ড মিস করেছে এবং খুব খারাপ লেগেছে তাদের জন্য। তারা আমাদের আজকের প্রোগ্রামটা বড্ড মিস করেছে আমাদের প্রোগ্রামটা এতটা হাসি মুখরিত যে প্রোগ্রামটা হয়েছে যা কল্পনাও করতে পারবোনা, সবাই দোয়া করবেন এভাবেই সবার সাথে পাশে থাকতে চাই ,হাসিখুশি ভাবে সামনের গতিতে এগিয়ে যেতে চাই।
পরিশেষে পল্লী বিদুৎ ফুড লিডার রেস্টুরেন্টে উপস্থিতি সবাই মিলে মিলাদ ও দোয়ার মাধ্যমে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।