ইতালিতে কনসুলেট জেনারেলের সঙ্গে এনসিপি ডায়াস্পরা অ্যালায়েন্সের সৌজন্য সাক্ষাৎ এবং প্রবাসীদের বিভিন্ন দাবি আদায়ে স্মারকলিপি প্রদান
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০১:১৮ অপরাহ্ন | ভিন্ন খবর

ইতালির পাদোভা শহরে বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির নেতৃবৃন্দ।
গত ২৬ জুলাই শনিবার বিশেষ এ সৌজন্য সাক্ষাতের সময় ইতালিতে বসবাসরত সকল প্রবাসীর দীর্ঘদিনের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরে একটি স্মারকলিপিও প্রদান করেন নেতৃবৃন্দ।
এনসিপিডিএ-এর পক্ষ থেকে প্রদত্ত এই স্মারকলিপিতে সকল প্রবাসীর পক্ষ থেকে মৌলিক কিছু দাবি তুলে ধরা হয়। ইতালিতে আরো দুটি কনসুলেট সেবা কেন্দ্র স্থাপন, কনসুলার সেবার মানোন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার এবং মৃত্যুর পর মরদেহ প্রত্যাবাসন প্রক্রিয়ার সহজীকরণ ছিল স্মারকলিপিতে উত্থাপিত প্রধান চারটি দাবি।
কনসাল জেনারেলের সঙ্গে একান্ত আলাপে ইতালির ভৌগলিক অবস্থান ও বাংলাদেশী প্রবাসীদের সংখ্যা বিবেচনায় রেখে আরো দুটি কনসুলেট সেবা কেন্দ্র স্থাপনের দাবি জানানো হলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।
এছাড়াও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জটিলতা, কনসুলার সেবায় দীর্ঘসূত্রিতা, দূরের শহরে সেবা কেন্দ্রের অভাব, এবং অভিযোগ ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব নিয়েও স্মারকলিপিতে উদ্বেগ প্রকাশ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সংবিধান অনুযায়ী প্রবাসীরাও পূর্ণ নাগরিক এবং তাঁদের ভোটাধিকারও সাংবিধানিক অধিকার। দীর্ঘদিন ধরে দাবি করা হলেও আজও পর্যন্ত ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্তির কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কনসুলেট ও নির্বাচন কমিশনের যৌথ সমন্বয়ে দ্রুত এই প্রক্রিয়া শুরু করার আহ্বান জানানো হয়।
প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সরকারি সহায়তা পেতে ওয়েজ আর্নার কার্ড-এর জটিল প্রক্রিয়া বাতিলের জোরালো দাবি জানানো হয় স্মারকলিপিতে।
বাংলাদেশ কনসুলেট মিলানের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম স্মারকলিপিটি গ্রহণ করে দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
ইতালিতে এনসিপির রাজনৈতিক, সামাজিক ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির বর্ণনা শুনে তিনি ভূয়সী প্রশংসা করেন এবং সর্বাত্মক সমর্থন জানান নেতৃবৃন্দের এসব কর্যক্রমের প্রতি।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপিডিএ ইতালির সমন্বয়কারী সালাহউদ্দীন আকন, রিক্রুটমেন্ট টিম সমন্বয়কারী রাসেল মোহাম্মদ। অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন নওশাদ ইসলাম, মনিরুল ইসলাম, ফরিদ উদ্দিন, জাহিদ প্রমূখ।