বোরো আবাদ শুরু, ৬ হাজার হেক্টরে চাষের আশা

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন   |   ভিন্ন খবর

বোরো আবাদ শুরু, ৬ হাজার হেক্টরে চাষের আশা

সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):

 উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলায় বোরো ধানের আবাদ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৩০ শতাংশ জমিতে বীজতলা সম্পন্ন হয়েছে এবং ধাপে ধাপে চারা রোপণ চলছে। চলতি মৌসুমে আনুমানিক ৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হতে পারে বলে আশা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহার ও সঠিক সময়ে রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।"

এদিকে উৎপাদন খরচ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন কৃষকেরা। কৃষক নওয়াব মীর বলেন, “বিঘা প্রতি খরচ পড়ছে প্রায় ১৪–১৫ হাজার টাকা। কৃষি কাজ ছাড়া আমাদের অন্য কোনো আয়ের উৎস নেই।" কৃষকেরা সরকারি সহায়তা ও ন্যায্যমূল্যের দাবি জানিয়েছেন।

ভিন্ন খবর এর আরও খবর: