বিজয় দিবস উদযাপনে পঞ্চগড়ে ছাত্রশিবির ও জামায়াতের বিজয় র্যালি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন | সারাদেশ

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড় ) :
বিজয়ের ৫৩ বছর বাংলাদেশ ভূখন্ডের। এ উপলক্ষে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপনে পঞ্চগড়ে পৃথক পৃথক বিজয় র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সার্কিট হাউজের সামনে থেকে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের আয়োজনে একটি বর্নাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সড়কের ধারে এক সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রশিবির। এসময় জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো. রাশেদের সঞ্চালনায় সভাপতি জুলফিকার আলী, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, সাবেক সভাপতি নুরে আলম সালেহী প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শহরের জেলা জজ কোর্টের সামনে থেকে একটি বর্নাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বিজয়ের ৫৩ বছর ও ৫৪তম মহান বিজয় দিবসে সকল শহীদদের স্মরণ করেন। একই সাথে গত ১৬ বছরে শিকার হওয়া নানা লাঞ্ছনা ও বঞ্চনার কথা উল্লেখ করে নতুনত্বে স্বৈরাচার মুক্ত এবং নতুন বাংলাদেশ বিনির্মানের অঙ্গীকার করেন। দীর্ঘ ১৬ বছর পর মুক্তভাবে র্যালি ও সমাবেশ করতে পারায় পৃথক দুই বিজয় র্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রশিবিরের ও জামায়াতে ইসলামীর ৫ হাজারের অধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।