বাঁশবাড়িয়া আহম্মদ স্মৃতি পাঠাগারের ত্রাণ সাম‌গ্রী বিতরণ

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৪:১১ অপরাহ্ন   |   সারাদেশ

বাঁশবাড়িয়া আহম্মদ স্মৃতি পাঠাগারের ত্রাণ সাম‌গ্রী বিতরণ

সরদার মজিবুর রহমান (গোপালগঞ্জ) :

করোনাভাইরাসের কবলে অঘোষিত লকডাউনে থাকলেও মুকসুদপুর উপজেলা এখন ঘোষিত লকডাউনের (অবরুদ্ধ) কবলে পড়েছে। দিন মজুর, অসহায় শ্রমিক, দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবিরা এই মুহুর্তে খাদ্য সংকটে ভুগছে। এসকল খেটে খাওয়া মানুষের কথা ভেবে আহম্মদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর একটি প্রতিষ্ঠান আহম্মদ স্মৃতি পাঠাগার এর পক্ষ থেকে ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাঁশাবাড়িয়া ইউনিয়নের আহম্মদ স্মৃতি পাঠাগারে এই ত্রাণ বিতরণ করা হয়। আহম্মদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বাংলা একাডেমীর সাবেক পরিচালক ফজলে রাব্বীর নিজস্ব অর্থায়নে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেটে ছিলো ৫ কেজী চাল, ১ কেজী ডাল, ২ কেজী আলু, ১ কেজী লবন। আহম্মদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আল আমিন জানান দেশের সংটাপন্ন অবস্থার অবনতি না হলে এই প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাদেশ এর আরও খবর: