মুকসুদপুর হাসপাতালের নারী চিকিৎসক করোনায় আক্রান্ত সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ পুলিশ সদস্য
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৯:২২ অপরাহ্ন | সারাদেশ

সরদার মজিবুর রহমান (গোপালগঞ্জ) :
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে, করোনা আক্রান্ত মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে। থানায় এ পর্যন্ত ১৮ পুলিশ সদস্যসহ মোট ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়। ২৪ এপ্রিল শুক্রবার রাতে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলার বেশ কয়েক জনের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত বলে পজেটিভ রিপোর্ট আসে। তিনি আরো বলেন, ওই ডাক্তার ও নার্সকে আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সিভিল সার্জন বলেন, করোনা ভাইরাস আক্রান্ত মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য সুস্থ্য হওয়ায় তাদেরকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দিয়ে বাড়ী পাঠানো হয়েছে। তারা সুস্থ্য হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়। প্রসঙ্গত, এর আগে জেলায় ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্যসহ ১৯জন, কাশিয়ানী উপজেলায় পাঁচ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ছয় জন, টুঙ্গিপাড়া উপজেলায় সাত জন ও কোটালীপাড়া উপজেলায় ২জন রয়েছে। এর মধ্যে টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত দম্পতি এবং মুকসুদপুর থানার ৭পুলিশ সদস্য সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।