বশেফমুবিপ্রবিতে বাসের দাবিতে আন্দোলন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:০২ অপরাহ্ন | শিক্ষা
মোঃসাদেকুল ইসলাম সাকিব (বশেফমুবিপ্রবি ) :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) বাসের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।
২৬ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, সিএসই বিভাগের চেয়ারম্যান মাহবুবুল আলম সহ প্রশাসনিক কর্মকর্তারা শিক্ষার্থীদের নতুন বাস দেওয়ার কথা বলে আশ্বস্ত করেন পরে শিক্ষার্থীরা সমাবেশ বন্ধ করেন।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে জামালপুর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। প্রায় ৮০ ভাগ শিক্ষার্থী জামালপুর শহরে থাকেন। যার ফলে শিক্ষার্থীরা শুধু মাত্র একটি বাসে যাতায়াত করে। ক্লাসের উদ্দেশ্যে যখন শিক্ষার্থীরা বাসে যাওয়ার চেষ্টা করে তখন ৫৫ টি সিটের বিপরীতে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী গাদাগাদি করে ক্যাম্পাসে যাওয়ার চেষ্টা করে। অনেকেই বাসে উঠতে না পেরে ক্লাস ও পরীক্ষায় সময়মতো অংশগ্রহণ করতে পারে না।
শিক্ষার্থী মারুফ হোসেন বলেন,জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি বাসে করে ক্যাম্পাসে আসতে হয়। অনেক সময় বাস উঠতে না পেয়ে আমরা ক্যাম্পাসে আসতে পারি না। অনেকে বাসের সাথে ঝুলে আসে এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বলেন, টেন্ডার হয়েছে বিশ্ববিদ্যালয়ে ১৫ অক্টোবরের মধ্যে নতুন একটি বাস আসবে।

