পুলিশের পোশাক পরে টাকা হাতিয়ে নিচ্ছিলেন যুবক, অতঃপর...

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৬ অপরাহ্ন   |   ভিন্ন খবর

পুলিশের পোশাক পরে টাকা হাতিয়ে নিচ্ছিলেন যুবক, অতঃপর...

পিরোজপুরের নাজিরপুরে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার সময় পুলিশের পোশাক পরিহিত এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া নয়টার দিকে উপজেলার বুইচাকাঠী গ্রাম থেকে সাইফুল ইসলাম (২৯) নামে ওই যুবককে আটক করা হয়। সাইফুল পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে। নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে অল্প মূল্যে মোটরসাইকেল বিক্রির কথা বলে বরিশাল থেকে প্রশান্ত দাস ও আহসান হাবীব শুভ নামে দুই যুবককে নাজিরপুরে ডেকে আনে প্রতারক চক্রটি। এরপর মোটরসাইকেল না দিয়ে গোয়েন্দা সদস্য পরিচয়ে ওই দুই যুবকের কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। তবে তারা পুলিশের কটি পরিহিত থাকায় সন্দেহ হয় ওই দুই যুবকের। এরপর তাদের ডাক চিৎকারের স্থানীয় ছুটে এলে পালিয়ে যায় চক্রটির ৩ সদস্য। তবে পুলিশের কটি পরিহিত অবস্থায় সাইফুলকে ধরে ফেলে স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ সাইফুলকে সেখান থেকে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে পিস্তল বহনের একটি খাপ উদ্ধার করা হয়। প্রতারণার অভিযোগে এই ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক শেখ হেলাল উদ্দিন।





ভিন্ন খবর এর আরও খবর: