পটুয়াখালীতে প্রতিবন্ধী শিশু ধর্ষন, ধর্ষক গ্রেফতার
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৯ অপরাহ্ন | জেলার খবর
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী): পটুয়াখালী পৌরসভার প্রতিবন্ধী শিশু ধর্ষনের শিকার হয়েছে। শিশুটি একটি বাড়ীতে গৃহকর্র্মীর কাজ করত। উল্লেখ্য গত কয়েক দিন আগে প্রতিবন্ধী শিশুটি স্থানীয় সুরুচী টেইলার্সে জামা বানাতে যায়। পরে টেইলার্সের মালিক শ্যামল দত্ত জামাটি নিতে আসতে বলে শিশুটিকে ফুসলিয়ে টানা ৪/৫ দিন যাবৎ ধর্ষন করে আসছিল। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।