পটুয়াখালীতে জেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা


সুনান বিন মাহাবুব (পটুয়াখালী ) :

এলজিএসপি -৩ প্রকল্পের সুষ্ঠ ও সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে প্রচারনা জোরদার করার জন্য ক্যাম্পেইনের আওতায় পটুয়াখালী জেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্ব করেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি কাজী শামসুর রহমান সহ নিতি নির্ধারক ও পরিকল্পনাবিদ, গনমাধ্যম কর্মী, নির্বাচিত স্থানীয় জন প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, উন্নয়ন কর্মী, নারী প্রতিনিধি ও অন্যান্য স্টেক হোল্ডারগন অংশগ্রহণ করেন।  উল্লেখ্য, এলজিএসপি প্রকল্পের আওতায় সকল ইউনিয়ন পরিষদে ফরমুলার ভিত্তিতে মৌলিক থোক বরাদ্দ প্রদান, সুনির্দিষ্ট দক্ষতা সুচকের আলোকে ইউনিয়ন পরিষদসমূহে দক্ষতা ভিত্তিক বরাদ্দ প্রদান, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য গনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন প্রদান, স্থানীয় সরকার বিভাগ এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যাবহারের জন্য স্থাপিত সম্পূর্ন ওয়েব ভিত্তিক এমআইএস পদ্ধতি প্রতিষ্ঠানিকীকরন, সকল ইউনিয়ন পরিষদে অডিট ও দক্ষতা মূল্যায়ন কার্যক্রম পরিচালনা, পাইলট ভিত্তিতে ১৬টি পৌরসভাতে সম্প্রসারিত থোক বরাদ্দ প্রদান করা হচ্ছে।


সারাদেশ এর আরও খবর: