নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের পিএইচডি টকের ৫ম পর্ব অনুষ্ঠিত হয়েছে
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ১২:০৮ পূর্বাহ্ন | শিক্ষা

আবদুল্লাহ আল নোমান। (নোবিপ্রবি) :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে পিএইচডি’র গল্পের পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ই অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-২ ভবনের কনফারেন্স রুমে পিএইচডির গল্প অনুষ্ঠিত হয়।
পঞ্চম পর্বে পিএইচডির গল্প,অভিজ্ঞতা সম্পর্কে উপস্থাপন করেন এগ্রিকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড. কাউসার হোসেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘পিএইচডি বিষয়ক এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। একজন গবেষক পিএইচডি করতে গেলে নানা অজানা অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। তার এসব অভিজ্ঞতা নতুনদের অবশ্যই জানা প্রয়োজন। এ উদ্যোগ ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক ড. কাউসার হোসেন বলেন, উচ্চতর শিক্ষা গ্রহণে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হলো পরিশ্রমী ও ধৈর্যশীল হওয়া। পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে পিএইচডি গ্রহণে সবচেয়ে ভালো সুফল পাওয়া যাবে।
সভাপতি ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যাতে সহজে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং বাহিরে গিয়ে নিজের সকল সুযোগ সুবিধা সহজে রপ্ত করতে পারে তার জন্য প্রতিমাসে আমরা এমন আয়োজন করে থাকি। শিক্ষার্থীদের গবেষণা কাজ ও গবেষণায় আগ্রহী করতে এমন আয়োজন অবশ্যই সুফল আনবে।