ঘরে খাবার নেই জানালেই ছুটে যাচ্ছেন সজল খান
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৯:১৩ অপরাহ্ন | সারাদেশ

করোনা মহামারীর শুরু থেকে খান্দারপাড়া ইউনিয়নের আপামর জনসাধারণের পাশে আছেন সজল খান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রদত্ত সহায়তা, উপজেলা প্রশাসনের সহায়তা, করোনা ভাইরাস মোকাবেলায় মুহাম্মদ ফারুক খান এমপির মানবিক সহায়তা, খান্দারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খানের নিজ তহবিলের ত্রান সবখানেই সরব উপস্থিতি সজল খানের।
ত্রাণ যেখান থেকেই আসুক মুহাম্মদ ফারুক খান এমপি, কানতারা খান ও মুহাম্মদ সাব্বির খানের নির্দেশনামত বাড়িতে বাড়িতে গিয়ে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের দুস্থ অসহায় পরিবারের মাঝে পৌছে দিচ্ছেন সজল খান।
সজল খান জানিয়েছেন, ইউনিয়নের কোন অসহায় লোকের ঘরে খাবার না থাকলে তারা খান্দারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খানের কাছে ফোন দিচ্ছে। ফোন পাওয়ার সাথেসাথেই খান্দারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খানের নির্দেশ মত তিনি খাবার পৌছে দিচ্ছেন।