গৌরীপুরে বিনামূল্যে সার বীজ পেল পাঁচশ কৃষক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন | সারাদেশ

শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ) :
আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচশ কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে ক্ষুদ্র পর্যায়ের প্রান্তিক কৃষকদের মাঝে এই সার-বীজ, বিতরণ করা হয়।
প্রণোদনায় প্রত্যেক কৃষককে পাঁচ কেজি আউশ ধানের বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপসহকারী কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম প্রমুখ।