গুগল ট্রান্সলেইট বনাম নলেজ ট্রান্সলেইট
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন | সম্পাদকীয়

এহছান খান পাঠান :
দেশীয় বাস্তবতায় পড়াশোনা আমাদেরকে চ্যালেঞ্জ করতে শেখায় না। প্রশ্ন করতে শেখায় না। দ্বিমত হতে শেখায় না। নতুন করে ভাবতে উৎসাহী করে না। আমাদের পড়াশোনার প্রধান উদ্দ্যেশ্য থাকে ডিগ্রি নিয়ে চাকরি করা।
জ্ঞানের কয়েকটা প্রধান উদ্দ্যেশ্য থাকে। একটা হলো জ্ঞান থেকে জ্ঞান তৈরি। আরেকটা হলো জ্ঞান থেকে অর্থ তৈরির রাস্তা বের করা।
একদল জ্ঞান থেকে জ্ঞান তৈরি করে। এরা হয় শিক্ষক। উদ্ভাবক। গবেষক। বিজ্ঞানী। থিংকার। গেইম চেইঞ্জার।
আরেকদল, জ্ঞান থেকে অর্থ তৈরির রাস্তা বের করে। এরা হয় উদ্যোক্তা। বড়ো বড়ো প্রতিষ্ঠান গড়ে তোলে। সেই অর্থ দিয়ে রাজনীতি, পলিসি, মিডিয়াসহ বহু কিছু নিয়ন্ত্রণ করে।
তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগে আনার প্রক্রিয়াটিই ট্রান্সলেশনাল নলেজ। সহজ ভাষায়, জানা বিষয়টিকে করা এর পর্যায়ে নিয়ে যাওয়া।
নলেজকে কি করে ট্রান্সলেইট করতে হয়, সেটা আমরা জানি না। ”ট্রান্সলেশনাল নলেজ” বিষয়টাই আমাদের উচ্চশিক্ষাতে নাই।