মজলুমের প্রতিবাদ-প্রতিরোধ খুবই স্পর্শকাতর বিষয়

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন   |   সম্পাদকীয়

মজলুমের প্রতিবাদ-প্রতিরোধ খুবই স্পর্শকাতর বিষয়



এহছান খান পাঠান :


মানবাধিকারের সুফল প্রত্যেকটি মানুষের পাওয়া প্রয়োজন। স্থান-কাল-পাত্রভেদে মানবাধিকারের সংজ্ঞা বদলে ফেললে মানবিক পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্য কখনোই অর্জিত হবে না। মানবিক পৃথিবী গড়ে তোলার জন্য প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিত করতে হবে। তাছাড়া বসবাসযোগ্য পৃথিবী কোনভাবেই প্রতিষ্ঠিত হবে না। স্বাভাবিক, সুষ্ঠু, সুন্দর পরিবেশে বসবাস করার জন্য যে ধরণের সেবা কিংবা সুযোগ পাওয়া দরকার তাই মানবাধিকার। আরো সংক্ষেপ করলে বলা যায়, জন্মগত কারণে একজন মানুষ যেসব অধিকার পাওয়ার যোগ্যতা অর্জন করে থাকে তাই মানবাধিকার।



জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ন্যায্য ও স্বাভাবিক অধিকার; যা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মজলুমের প্রতিবাদ-প্রতিরোধ খুবই স্পর্শকাতর বিষয়। মজলুমের আর্তনাদের প্রতিক্রিয়া কখনো বন্ধ হয় না, তা একদিন বহুগুণ বিধ্বংসী হয়ে জালিমের কাছে ফেরত আসে।  মজলুমরা আল্লাহর নিকটবর্তী থাকে, তাদের দোয়া কবুলও হয়। তাইতো মজলুমের পাশে দাঁড়ানোও ইবাদত।  আল্লাহ সবসময় মজলুমের পক্ষে, শয়তান সবসময় জালিমের পক্ষে।  জালিমরা যত সহজে স্বার্থের জন্য একতাবদ্ধ হয়; মজলুমরা অত সহজে অধিকার আদায়ে একসাথে থাকতে পারে না!



সম্পাদকীয় এর আরও খবর: