গণভবনের বিছানায় আন্দোলনকারীর আয়েশিভাব
প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন | ভিন্ন খবর
ঢাকার সব জনস্রোত গিয়ে মিশে গেছে গণভবনে। লাখো মানুষ প্রবেশ করেছে গণভবনে। একটুও তিল ধরার জায়গা নেই। গণবভনের রান্না ঘরে প্রবেশ করে অনেকে খাবার খেয়েছেন। এমনকি অনেকে ইলিশ মাছ, মুরগি ও হাঁসের মাংস নিয়ে গেছেন। এক আন্দোলনকারী গণভবনের বিছানায় শুয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।
সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার পরে গণভবনের ভেতরে ঢুকে পড়েন উৎসুক ছাত্র-জনতা। এ যুবকের কপালে পাতাকা বাঁধা ছিল।
গণভবনের প্রবেশ করে শেখ হাসিনার ব্যবহার করা বিছানাপত্র, খাট, বালিশ নিয়ে গেছেন আন্দোলনকারীরা। শুধু আসবাবপত্র নয়, গাছ, গরু, হাঁস, মুরগি যে যেইভাবে পেড়েছেন নিয়ে গেছেন।